Logo

মামলার ভয় আর করি না : ফারুক

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩০
55Shares
মামলার ভয় আর করি না : ফারুক
ছবি: সংগৃহীত

মামলার ভয় আর করি না : ফারুক

বিজ্ঞাপন

তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনাকে মানতে হবে, এর কোন বিকল্প ব্যবস্থাপনার হাতে নাই।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ব‌লে‌ছেন, তারেক রহমান, জুবাইদা রহমানের শাস্তি কত দিবেন আপনি দিতে থাকেন। আমরা মিথ্যা মামলায় আর ভয় করি না। শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। আপনার কাছে মুক্তি চাই না, মুক্তি কিছুদিনের মধ্যেই হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনাকে মানতে হবে, এর কোন বিকল্প ব্যবস্থাপনার হাতে নাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী নবীন দল’ এর আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অবস্থান কর্মসূচিতে এসব কথা ব‌লেন তি‌নি।

এ সময় ফারুক বলেন, কোনো স্বৈরাচার শাসকই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারেনি, এই বাকশালি সরকারও পারবে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, মুক্তি যোদ্ধাদের দল, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তকের দল, লুটপাটের বিরুদ্ধে কথা বলার দল, জনগণের দুর্ভোগ লাঘবের দল, দেশ শান্তি রক্ষার দল, প্রশাসন নিরপেক্ষ রাখার দল। এবং বর্তমান আন্দোলনের জনগনের দাবি আদায়ের দল বিএনপি 

বিজ্ঞাপন

জয়নুল আবেদীন ফারুক বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আমরা আপনার কাছে তার মুক্তি চাই না। অ‌চি‌রেই তি‌নি মু‌ক্তি হ‌বেন।

বিএন‌পির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, এই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চাই না। দেশের মানুষকে বলব খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন অক্টোবর পর্যন্ত বেঁচে থাকে। আগামী অক্টোবরের মধ্যেই এই সরকার বিদায় নিতে বাধ্য হবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপ‌তি‌ত্বে এতে পেশাজীবী পরিষদ নেতা ইঞ্জিনিয়ার মো. আবু হানিফ, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মা. মো. নেসার আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD