এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরলো টাইগাররা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩


এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরলো টাইগাররা
ফাইল ছবি

এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা। শনিবার (১৬ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল।


এবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জয় পেয়ে এশিয়া কাপ যাত্রার ইতি টেনেছে সাকিবরা। আসরে ছয় ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে বাংলাদেশ। 


গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে সাকিবের দল। সুপার ফোরে তিনটি ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পায় বাংলাদেশ।


আরও পড়ুন: ভারতের বিপক্ষে জয়ে বদলে গেল টাইগারদের র‍্যাঙ্কিং


সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হারলেও ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগাররা। এতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারালো বাংলাদেশ দল।


এশিয়া কাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে টাইগারদের। 


জেবি/এসবি