ফুলবাড়িয়ায় আশ্রয়ন প্রকল্পে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য শিক্ষার প্রধান করেন ডা. বিধান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩


ফুলবাড়িয়ায় আশ্রয়ন প্রকল্পে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য শিক্ষার প্রধান করেন ডা. বিধান
হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য শিক্ষা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃক আয়োজিত কালাদহ বাজারে অবস্থিত মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য শিক্ষার দেয়া হয়।


শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ।


এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রুহুল আমিন, এইচ আই ইনচার্জ আব্দুল মান্নান, এ এইচ আই সাবিনা ইয়াসমিন,এইচ এ দেলোয়ার হোসেন ও লেলিমুজ্জামান,সিএইচসিপি শফিকুল ইসলাম প্রমুখ।


ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন,আশ্রয়ণ প্রকল্পের যে কোন স্বাস্থ্য সেবা মুলক কাজে সেবাটি দোরগোড়ায় পৌঁছে দেব। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ পুনর্বাসিত পরিবারের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদান করা হয়।


প্রকল্প এলাকায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করাসহ কৃষি কাজে গৃহহীনদের উৎসাহ প্রদান করা হয়।


স্বাস্থ্য সেবামূলক যেকোনো সমস্যা আপনাদের পাশে আছি। ভূমিহীনদের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জমিসহ পাকা ঘর দিয়েছে।


ফুলবাড়িয়ার কালাদহে  আশ্রয়ন প্রকল্পে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য শিক্ষার প্রধান করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পে বিনামূল্যে ঔষধ পত্র বিতরণ করা হয়।


আরএক্স/