ফুুলবাড়িয়া কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন ডক্টর তাজুল ইসলাম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রাচীনতম এবং বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়িয়া কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কাস্টমস শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।
একই কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনিত হয়েছেন আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সের এর অনুমতিক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানার স্বাক্ষরিত স্মারক নং ৬০২৯৮ এ গত ১৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠি মূলে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন।
ফুলবাড়িয়া উপজেলা সর্ববৃহৎ এই বেসরকারী কলেজটিতে এইচএসসি, ডিগ্রি, ৭ বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রিসহ বিভিন্ন শ্রেণিতে কয়েক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
ড. মুহাম্মদ তাজুল ইসলামের গতিশীল নেতৃত্বে এ কলেজটিতে লেখাপড়ার মান উন্নয়ন ছাড়াও অবকাঠামো উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে বলে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী অভিভাবকরা মনে করছেন।
ড. তাজুল ইসলাম কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিভাবকগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
আরএক্স/