একদিনে ডেঙ্গুতে ১৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩


একদিনে ডেঙ্গুতে ১৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২২
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে সারাদেশে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২২ জন। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১২২ জন।


রবিবার(১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


স্বাস্থ্য অধিদফতর জানায়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১২২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪৯ জন ও ঢাকার বাইরের দুই হাজার ২৭৩ জন।


আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত কোনও রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ


একই সময়ে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন ঢাকার ও ৬ জন ঢাকার বাইরের বাসিন্দা।


জেবি/এসবি