‘তৈমূর মীরজাফরের মত কাজ করেছে’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩


‘তৈমূর মীরজাফরের মত কাজ করেছে’
তৈমূর - ফাইল ছবি

তৈমূর মীরজাফরের মত কাজ করেছে করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।


তিনি বলেন, “মীরজাফররা যুগে যুগে চলে আসে। তিনি মীর জাফরের মতই কাজ করছেন। তৈমূর আলম খন্দকারের কোনো নিজস্ব বলয় ছিল না। দলের ওপর ভর করে তিনি এগুলো দেখিয়েছেন।”


সোমবার (১৮ সেপ্টেম্বর) তৈমূরের তৃণমূল বিএনপিতে যোগদানের ইস্যুতে জানতে চাইলে এ কথা বলেন তিনি। 


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিপু ভূইয়া বলেন,  “তাকে বহিষ্কারের পেছনে কারণ আছে। দল যখন বলছে এ সরকারের অধীনে নির্বাচনে দল যাবে না। সেসময় তিনি গিয়ে নির্বাচন করেছেন। এরপর তিনি কীভাবে আশা করেন যে দল তার সাথে যোগাযোগ করবে।


আরও পড়ুন: রাষ্ট্র এখন যন্ত্রণার কারখানা: ফখরুল


তিনি আরও বলেন, “বিএনপির বর্তমানে ৮৫ শতাংশ জনসমর্থন আছে। এখানে তৈমূর আলম খন্দকারের মত একশজনও যদি ওখানে যায় এতে দলের কিছু আসে যায় না। তারা জনবিচ্ছিন্ন মানুষ।”


আরও পড়ুন: ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের দফতর সম্পাদক রিয়াজকে বহিষ্কার


দিপু ভূইয়াবলেন, “যাদের ক্ষমতার লোভ বেশি, টাকা বেশি, তারা বিভিন্ন সময় বিভিন্ন রুপ ধারণ করে। তিনি নারায়ণগঞ্জের একজন সাধারণ আইনজীবী ছিলেন। দল তাকে ডেপুটি এটর্নি জেনারেল বানিয়েছে, বিআরটিসির চেয়ারম্যান বানিয়েছে। আজ তিনি দল থেকে এতকিছু পেয়েও দলের দুঃসময়ে ভোটার হয়েও থাকতে পারতেন।”


জেবি/এসবি