হলের ভবন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩


হলের ভবন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে নিচে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে।  নিহত শিক্ষার্থীর নাম কাজী ফিরোজ। তিনি চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০৩ নম্বর কক্ষে থাকতেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে হল প্রশাসন। 


মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)  দিবাগত রাত পৌনে একটার দিকে দিকে এই ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করা হয়। 


বিজয় একাত্তর হলের কয়েকজন শিক্ষার্থী জানান, বিজয় একাত্তর হল ১১তলা। তবে কয় তলা থেকে কাজী ফিরোজ পড়ে গেছে, তা নিশ্চিত নয়। নিচে পড়ার শব্দ শুনে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়। পরে রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করা হয়।


আরও পড়ুন: শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা


কাজী ফিরোজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।


আরও পড়ুন: চলতি মাসেই ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু


এদিকে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওই শিক্ষার্থীর মধ্যে হতাশা ছিলো। তাছাড়া, একটা সুইসাইড নোট পাওয়া গেছে। যখন সে রুম থেকে বেরিয়ে গেছে, তখন তার মোবাইল, ম্যানিব্যাগ কিছুই সঙ্গে নেয়নি। মোবাইলের পিন, এটিএম কার্ডের পিন লিখে রেখে গেছে। তার মানিব্যাগে থাকা টাকা তার মাকে দিতে বলেছে। সবমিলিয়ে মনে হচ্ছে, এটা একটা আত্মহত্যা। বিজয় একাত্তর হলের সিসিটিভি ফুটেজ দেখলে আরও পরিষ্কার হওয়া যাবে। 


তিনি বলেন, “আমি সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলছি। তার লাশ ময়নাতদন্ত করা হবে। এরপর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”


জেবি/এসবি