তারাকান্দায় ইটবাহি ট্রলির চাপায় প্রাণ গেল ভাটা শ্রমিকের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক চাপায় ইটবাহী মাহিন্দ্র ট্রলির দুই শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, জেলার হালুয়াঘাট উপজেলার সাব্বির (১৪) ও রাকিব (২৪)। দু'জন ইট ভাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ভান্ডারী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত দেড়টার দিকে শম্ভুগঞ্জের দিক থেকে ইটবাহী মাহিন্দ্র ট্রলি নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভান্ডারী মোড় এলাকায় যেতেই পিছন দিক থেকে একটি লড়িটিকে চাপা দেয়। এতে লড়ি উল্টে ইট দুই শ্রমিকের উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও রাকিব মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এসআই মো. রেজাউল বলেন, এই ঘটনার পর ট্রাক ও ট্রলি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
জেবি/এসবি