আব্দুল জলিলের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ...
বিজ্ঞাপন
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে পারিবারিক ও দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রবিবার (৬ মার্চ) সকালে মরহুমের গ্রামের বাড়ি চকপ্রাণ মহল্লায় তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
মরহুমের ছেলে নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, আমার পিতা আব্দুল জলিল আধুনিক নওগাঁর রূপকার। জেলার সকল উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কাজে তাঁর অবদান রয়েছে। শুধু তাই নয় জাতীয় পর্যায়ে তিনি অনেক গুরু দায়িত্ব পালন করেছেন। তিনি এলাকাবাসীর কল্যাণ ও উন্নয়নে সদা-সর্বদাই সচেষ্ট ছিলেন। তিনি ছিলেন নওগাঁর গণমানুষের নেতা। এদিকে নওগাঁ নিয়ে মহান এই নেতার যেসব স্বপ্ন এখনও পূর্ণ হয়নি আগামীতে তা বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মো.
সম্পাদক ও প্রকাশকঃ
মোঃ শফিকুল ইসলাম ( শফিক )
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।
ফোনঃ 02-44615293
ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com
জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫
Developed by: AB Infotech LTD








