Logo

বিএসএমএমইউতে বায়ু থেকে অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর শুভ উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৩, ২২:৫২
28Shares
বিএসএমএমইউতে বায়ু থেকে অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর শুভ উদ্বোধন
ছবি: সংগৃহীত

ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন (ভিএসএ) পদ্ধতি জেনারেটরের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বায়ু থেকে নাইট্রোজেন অপসারণ করে অক্সিজেন উৎপাদনকারী ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন (ভিএসএ) পদ্ধতি জেনারেটরের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে (২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সর্বাধুনিক অক্সিজেন উৎপাদনকারী এ জেনারেটরের শুভ উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সর্বাধুনিক প্রযুক্তিসমূহ সংযোজন করতে তৎপর রয়েছে। আমি দায়িত্বভার গ্রহণের পর সারাবিশ্বের চিকিৎসা সেবা, স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা গবেষণায় যেসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তা সংযোজন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।  ইতোমধ্যে অনেক প্রযুক্তি সংযোজন করতে সক্ষম হয়েছে। কিছু  বাকি আছে। আজ  এই অক্সিজেন জেনারেটর উদ্বোধন তারই অংশ বিশেষ। এ অক্সিজেন জেনারেটর চালু করার ফলে রোগীর চাহিদামত অক্সিজেন অটোমেটিকভাবে সরবরাহ করা যাবে।

বিজ্ঞাপন

এসময় নার্সিং অনুষদের ডিন অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন পদ্ধতির অক্সিজেন জেনারেটর প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ও কেবিন ব্লকে এ জেনারেটরটি অক্সিজেন সরবরাহ করবে। এ অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর স্থাপনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিষ্ঠানের উপর অক্সিজেন নির্ভরতা কমবে। এ জেনারেটরে শুধুমাত্র  বিদ্যুতের খরচ হবে।  এ অক্সিজেন জেনারেটরটি  বায়ু থেকে নাইট্রোজেন অপসারণ করে ৯০ শতাংশ থেকে ৯৩ শতাংশ ঘনত্বে বিশুদ্ধ অক্সিজেন তৈরি করতে সক্ষম।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD