ওড়িশায় গণেশ চতুর্থীর শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩


ওড়িশায় গণেশ চতুর্থীর শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে  নিহত ২
ছবি: জনবাণী

আনন্দের মাঝে বিষাদের কালো ছায়া ভারতের ওড়িশায়। গণেশ চতুর্থীর শোভাযাত্রায় বিদ‍্যুৎস্প‍ৃষ্ট হয়ে ওড়িশায় প্রাণহারালেন ২ জন। আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫জন।


পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) একটি ঘটনা ঘটেছে কটকে। কয়েকজন পড়ুয়া ট্রাকে গণেশ মূর্তি তুলে কলেজে নিয়ে আসছিলেন। সেই সময়েই বিদ‍্যুৎস্পষ্ট হয়ে ৩ পড়ুয়া ট্রাক থেকে নীচে পড়ে যান। 


হাসপাতালে নিয়ে গেলে ১জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি ২ পড়ুয়া শারীরিক অবস্থা সংকটজনক।


অপরদিকে সোমবার (১৮ সেপ্টেম্বর ) আরও একটি ঘটনা ঘটেছে জাজপুরে। গণেশ চতুর্থীর শোভাযাত্রায় বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১ ব‍্যক্তি। তাঁর সঙ্গে ছিলেন আরও ৮ জন।


 তাঁদের মধ‍্যে ৩ জনের শারীরিক অবস্থা আশংকাজনক। ভর্তি রয়েছেন হাসপাতালে।


জেবি/এসবি