যুদ্ধবিরতিতে এখনও সম্মতি দেননি খামেনি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:১৪ পিএম, ২৫শে জুন ২০২৫


যুদ্ধবিরতিতে এখনও সম্মতি দেননি খামেনি
আয়াতুল্লাহ আলি খামেনি। সংগৃহীত ছবি

গত ১৩ জুন থেকে শুরু হওয়া হঠাৎ ইরান-ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে ২৪ জুন। ১২ দিনের আকাশ ‍যুদ্ধের পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যুদ্ধবিরতির বিষয়টি গতকাল মঙ্গলবার ইরানের প্রেসিডেন্টসহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন। তবে এরপরেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি।


আরও পড়ুন: ইরানি হামলায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিল ইসরাইল


ইরানে যেকোনো বিষয়ে তার বক্তব্যই শেষ কথা। সে কারণে দেশটির ভেতরে ও বাইরে থেকে এখন কড়া নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলেন।


আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে তার নিয়মিত বাসবভনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন, এমন খবর আগেই এসেছে, যদিও তা ইরান নিশ্চিত করেনি।



সবশেষ গত ১৮ জুন তার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তা টেলিভিশনে প্রচার হয়েছে। ওই ভাষণে তিনি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন।



গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে। যার মধ্যে ছিল সামরিক ও পারমাণবিক স্থাপনাও। ইসরাইল দাবি করেছে, তেহরান একটি পারমাণবিক বোমা তৈরি করার দ্বারপ্রান্তে রয়েছে, তবে ইরান এ দাবি কঠোরভাবে অস্বীকার করেছে।


আরও পড়ুন: হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি: মার্কিন গোয়েন্দা তথ্য


ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র সংঘর্ষে যোগ দিয়ে রবিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে।


এসডি/