ফুলবাড়ীতে সাঁকো ভেঙে চলাচলে চরম দুর্ভোগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩


ফুলবাড়ীতে সাঁকো ভেঙে চলাচলে চরম দুর্ভোগ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর উপর নির্মিত নরেবরে বাঁশের সাঁকো ভেঙে চলাচলের চরম দুর্ভোগ হাজারও মানুষদের। নরেবরে বাঁশের সাকো দুইটি ভেঙে যাওয়ার দেড় থেকে দুই মাসেও মেরামত না করায় এক করুণ ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। স্বাধীনতার ৫০ বছর পেড়িয়ে গেলেও ব্রীজ নির্মান না হওয়ায় চরম ক্ষোভ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। ফলে যুগের পর যুগ স্থানীয়রা প্রতি বছর নিজস্ব উদ্যোগে সাকো দুইটি মেরামত করে চলাচল করে আসছে। ঝুঁকিপূর্ণ বাঁশের নরেবরে সাকো দিয়ে পারাপার করতে প্রায় সময় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। 


সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিষামত শিমুলবাড়ী এলাকায় নবিউয়ের ঘাটে বারোমাসিয়া নদীর উপর প্রায় ২শ ফিট লম্বা নরেবরে বাঁশের সাকোটি গত দেড় মাস আগেই বারোমাসিয়া নদীর তীব্র স্রোতে ভেঙ্গে পারাপারে চরম দুর্ভোগ নেমে আসে। ফলে এক বুক পানি সাঁতার কেটে নদী পারাপার করছেন সেখানকার মানুষজন। 

কিষামত শিমুলবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম ভাঙ্গা সাঁকোটি মেরামতের জন্য উপজেলা প্রশাসনের সৃ-দৃষ্টি কামনা করেছেন। 


অপর দিকে একই ইউনিয়নর পশ্চিমফুলমতি বারোমাসিয়া নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি গত দুই আড়াই মাস আগে একই ভাবে ভেঙে যাওয়ায় সেখানকার হাজারও মানুষ ভোগান্তিতে পড়ে। এখন জরুরী প্রয়োজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছোট একটি ডিঙ্গি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন।


পশ্চিমফুলমতি এলাকার ইব্রাহীম আলী, সিদ্দিক মিয়া ও মজিবর রহমান জানান, বারোমাসিয়া বা বাণিদহ নদীটি ধরলা নদীর একটি উপশাখা নদী। যা সরাসরি ভারত থেকে প্রবেশ করে উপজেলার মূল ধরলা নদীতে মিশে গেছে। ধরলা নদী এবং বারোমাসিয়া নদীর পানির রঙ সম্পূর্ণ আলাদা। ফলে বারোমাসিয়া নদীটি আলাদা বৈশিষ্ট্য বহন করছে। নদীটি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী মরাকুটি গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ গ্রাম দিয়ে। স্থানীয়ভাবে এটিকে বাণিদহ বা বারোমাসিয়া নদী বলা হয়ে থাকে। এর দৈর্ঘ্য প্রায় ৬ কিলোমিটার। এই উপশাখা নদীর উপর দুটি বাঁশের সাকো রয়েছে। প্রতিবছর আমরা নিজেদের উদ্যোগ সাকোটি পাড়াপাড়ের উপযোগী করি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও সরকারিভাবে ব্রীজ নির্মানের কোন উদ্যোগ নেয়নি। আপাতত ভাঙা সাঁকোটি মেরামতের দাবী জানান এবং সেই সাথে একটি নতুন ব্রীজের দাবী জানিয়েছেন।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ দ্রুত সময়ের মধ্যে সাঁকো দুইটি মেরামত করার আশ্বাস প্রদান করেছেন। 


জেবি/এসবি