ডিভোর্স লেটার পেয়ে রাজ বললেন, ‘আলহামদুলিল্লাহ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩
অবশেষে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির সঙ্গে বিবাহবিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন চিত্রনায়ক শরীফুল রাজ। পরীমনির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রাজ জানান, “আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, তাকে (পরী) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু করার একজন ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: পরীর পা ধরেও ক্ষমা চেয়েছেন রাজ!
রাজ বলেন, “আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।”
জেবি/এসবি