ত্রিশালে প্রেমিকের হাতে নারী খুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩


ত্রিশালে প্রেমিকের হাতে নারী খুন
ছবি: জনবাণী

ময়মনসিংহের ত্রিশালে রাবেয়া বেগম (৪০) নামে এক নারী হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ভিক্টিম রাবেয়া বেগম অন্তসত্ত্বা হওয়ার বিষয়টি তার প্রেমিক মো. ইসমাইলকে (৩৮) জানিয়ে বিয়ে করার জন্য চাপ দেয় এবং বিয়ে না করলে মামলা করার হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক ইসমাইল তার সহযোগীদের নিয়ে রাবেয়া বেগমকে গলায় উড়না পেচিয়ে হত্যা করে। 

গ্রেফতারকৃতরা হলেন, জেলার ত্রিশাল উপজেলার বাবুপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. ইসমাইল (৩৮) ও একই এলাকার মৃত অয়েজ উদ্দিনের ছেলে মো. আজাহার (৩৮)।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেফতারকৃতদের আদালতে তুলা হলে তারা হত্যার সাথে জড়িত থাকার করা স্বীকার করে। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভারপ্রাপ্ত বিচারক স্বরনিকা পাল তাদের কারাগারে নির্দেশ দেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক ঝুঁটন কুমার বর্মণ বলেন, জেলা গোয়েন্দা পুলিশ হত্যা মামলার দুই আসামীকে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, নিহত রাবেয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের মৃত মঞ্জু মিয়ার মেয়ে। তিনি স্বামী পরিত্যাক্তা হয়ে গাজীপুর টঙ্গী এলাকায় বসবাস করে মানুষের বাসায় কাজ করতেন। আনুমানিক ৭ মাস আগে গফরগাঁওয়ের একজনের মাধ্যমে ইসমাইলের সাথে পরিচয় রাবেয়ায়।

তিনি বলেন, পরিচয়ের সুত্রে মোবাইলে কথা বলার একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায়ই তারা দু'জন একসাথে থেকেছেন। সম্প্রতি রাবেয়া তাকে বিয়ে করার জন্য ইসমাইলকে চাপ প্রয়োগ করে। বিয়ে না করলে ইসমাইলের বিরুদ্ধে থানায় মামলা করার হুমকি দেয় রাবেয়া। মামলার ভয়ে ইসমাইল আতঙ্কিত ছিলেন। রাবেয়াকে উচিৎ শিক্ষা দিতে গত ১৯ সেপ্টেম্বর মোবাইলে গফরগাঁও আসতে বলে। ইসমাইলের কথা মত বাবেয়া টঙ্গী থেকে ট্রেনযোগে গফরগাঁও আসেন। 

পরে গফরগাঁও রেলষ্টেশনে ইসমাইল, আজাহার ও রফিক একত্রে রেল ষ্টেশনে গিয়ে রাবেয়ার সাথে দেখা করে। দেখা করার পর তারা ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। পথে ধলা বাজারে হোটেলে চারজন খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করার একপর্যায়ে রাবেয়া ইসমাইলকে বলে, আমার পেটে তোমার বাচ্চা, তুমি আমাকে বিয়ে কর, না হলে আমি তোমার বিরুদ্ধে মামলা করবো। তখন বাচ্চার বিষয়টি ইসমাইল অস্বীকার করে রাবেয়াকে খাবার টেবিলে রেখে ইসমাইল তার সহযোগী আজাহার ও রফিককে ডেকে হোটেলের বাইরে গিয়ে রাবেয়াকে হত্যার করার পরিকল্পনা করে।

সেই পরিকল্পনা মতে রাবেয়াকে বিয়ে করবে বলে ত্রিশাল চকরামপুর এলাকার উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা দেয় তারা। পরে ওই দিন রাত ১০ টায় ইসমাইল ও তার সহযোগীরা রাবেয়ার গলায় উড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাশ ঝাড়ে রেখে চলে যায়। এই ঘটনার দুই দিন পর ২১ সেপ্টেম্বর স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পরে ওই দিন নিহতের ভাই ধনু মিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর দুই আসামীকে তাদের নিজ বাড়ি থেফতার করে আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।

জেবি/এসবি