Logo

চতুর্থ শিল্প বিপ্লব উত্তোরণে কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ কর্মশালা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৩, ২০:৫৩
28Shares
চতুর্থ শিল্প বিপ্লব উত্তোরণে  কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ করণীয় বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক চতুর্থ শিল্প বিপ্লব উত্তোরণে কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ করণীয় বিষয়ে একটি কর্মশালা হয়েছে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্বা স্মৃতি মিলনায়তনে চতুর্থ শিল্প বিপ্লব উত্তোরণে কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ করণীয় বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র সদস্য অর্থ  সরকারের যুগ্ন সচিব মো. সেলিম ফকির এবং ড. এ কে এম আজাদুর রহমান সরকারের যুগ্ন সচিব ও বিআইডব্লিউটিএ'র  সদস্য  প্রকৌশল। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

কর্মশালায় কীনোট উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি'র শিক্ষক প্রফেসর মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারের যুগ্ন সচিব ও বিআইডব্লিউটিএ'র সদস্য পরিকল্পনা ও পরিচালন মোহাম্মদ  মনোয়ার উজ জামান। 

বিজ্ঞাপন

কর্মশালায় বিআইডব্লিউটিএ কর্মকর্তাসহ বিআইডব্লিউটিএ  সংশ্লিষ্ট স্টেক হোল্ডারের প্রতিনিধি মো. বদিউজ্জামাল বাদল সিনিয়র সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান সচিব বাংলাদেশ যাত্রী চলাচল সংস্হা আলোচনায়  অংশগ্রহণ করেন এবং কর্মশালায় নিজ  প্রতিষ্ঠানের পক্ষে মতামত তুলে ধরেন। কর্মশালায় প্রধান অতিথি বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তা গন ২০৪১ সনের উন্নত রাস্ট্র গঠনে ৪র্থ শিল্প বিপ্লব উত্তরনে নিজেদের স্ব স্ব ক্ষেত্রে সময়োপযোগী কারিগরি দক্ষতা অর্জনে মনোনিবেশ করার গুরুত্ব আরোপ করেন। তাছাড়া উপস্হাপনায় অভ্যন্তরীন নৌপরিবহন খাতের বৈপ্লবিক পরিবর্তনে  ৪ আইআর'র গুরুত্ব আলোকপাত করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD