চতুর্থ শিল্প বিপ্লব উত্তোরণে কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ কর্মশালা অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩


চতুর্থ শিল্প বিপ্লব উত্তোরণে  কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: জনবাণী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক চতুর্থ শিল্প বিপ্লব উত্তোরণে কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ করণীয় বিষয়ে একটি কর্মশালা হয়েছে। 


সোমবার (২৫ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্বা স্মৃতি মিলনায়তনে চতুর্থ শিল্প বিপ্লব উত্তোরণে কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ করণীয় বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। 


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র সদস্য অর্থ  সরকারের যুগ্ন সচিব মো. সেলিম ফকির এবং ড. এ কে এম আজাদুর রহমান সরকারের যুগ্ন সচিব ও বিআইডব্লিউটিএ'র  সদস্য  প্রকৌশল। 


আরও পড়ুন: বিআইডব্লিউটিএ'র অভিযানে শীতলক্ষ্যায় ৪ নৌযানকে অর্থদণ্ড


অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান।


কর্মশালায় কীনোট উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি'র শিক্ষক প্রফেসর মো. শরীফুল ইসলাম।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারের যুগ্ন সচিব ও বিআইডব্লিউটিএ'র সদস্য পরিকল্পনা ও পরিচালন মোহাম্মদ  মনোয়ার উজ জামান। 


আরও পড়ুন: গোমতী নদীতে বিআইডব্লিউটিএ'র অবৈধ স্থাপনা উচ্ছেদ


কর্মশালায় বিআইডব্লিউটিএ কর্মকর্তাসহ বিআইডব্লিউটিএ  সংশ্লিষ্ট স্টেক হোল্ডারের প্রতিনিধি মো. বদিউজ্জামাল বাদল সিনিয়র সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান সচিব বাংলাদেশ যাত্রী চলাচল সংস্হা আলোচনায়  অংশগ্রহণ করেন এবং কর্মশালায় নিজ  প্রতিষ্ঠানের পক্ষে মতামত তুলে ধরেন। কর্মশালায় প্রধান অতিথি বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তা গন ২০৪১ সনের উন্নত রাস্ট্র গঠনে ৪র্থ শিল্প বিপ্লব উত্তরনে নিজেদের স্ব স্ব ক্ষেত্রে সময়োপযোগী কারিগরি দক্ষতা অর্জনে মনোনিবেশ করার গুরুত্ব আরোপ করেন। তাছাড়া উপস্হাপনায় অভ্যন্তরীন নৌপরিবহন খাতের বৈপ্লবিক পরিবর্তনে  ৪ আইআর'র গুরুত্ব আলোকপাত করা হয়।


জেবি/এসবি