কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে নাবির ২ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া গ্রামে। শিশু নাবির২ ঐ গ্রামের হাসেম ভূইয়ার সন্তান।
এলাকাবাসী জানায় শিশু নাবির সকালে বাড়ির সামনে খেলা করছিল।কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে বাড়ির সামনে নিজেদের পুকুরে ভাসছে নাবির। পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কান্দিঊড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল বলেন তারাকান্দিয়া গ্রামের মো. হাসেম ভুইয়ার শিশু সন্তান নাবির সকাল ৮ টার দিকে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক।
কেন্দুয়া থানার উপপরিদর্শক ইমরান হুসেন জানান, উপজেলার তারাকান্দিয়া গ্রামের শিশু নাবির সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপার কেন্দুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আরএক্স/