ইমরান খানকে কারাগারে থাকার মেয়াদ বেড়েছে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩


ইমরান খানকে কারাগারে থাকার মেয়াদ বেড়েছে
ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির কারাগারে থাকার সময়সীমা বাড়ানো হয়েছে।  বিশেষ আদালত আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত তাদেরকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে।


দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দাফতরিক গোপনীয়তার আইন নিয়ে বিশেষ এই আদালত গঠিত। অ্যাটক আদালতে বিচারক আবুল হাসনাত জুলকারনাইন মামলার শুনানি করেন।


আরও পড়ুন: রাশিয়া-চীনের ১৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


এসময় পিটিআইএর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার, লতিফ খোসা, উমের নিয়াজি এবং নঈম পাঞ্জুতা আদালতে উপস্থিত ছিলেন। সরকারের ফেডারেল তদন্ত কমিটিও (এফআইএ) টিমও শুনানিতে উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: ভারতে স্কুল বাসের সঙ্গে ধাক্কা অটো রিকশার, নিহত ৫


গেল আগস্ট মাসে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন কমিটি  অফিশিয়াল সিক্রেটস আইনে ইমরান খান ও তার ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির নামে সাইফার (অফিশিয়াল গোপন ডকুমেন্টস) সংক্রান্ত বিষয় নিয়ে  মামলা করেন।


জেবি/এসবি