ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। সেই সংবিধান রক্ষার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের সব বিচারকের
বিজ্ঞাপন
ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।
বঙ্গভবনে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে ধানমন্ডির ৩২ নম্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় প্রধান বিচারপতি বলেন, “বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। সেই সংবিধান রক্ষার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের সব বিচারকের।”
দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মঙ্গলবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
বিজ্ঞাপন
জেবি/এসবি