Logo

চুয়াডাঙ্গায় স্বামীর রডের আঘাতে স্ত্রীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৬
28Shares
চুয়াডাঙ্গায় স্বামীর রডের আঘাতে স্ত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

প্রায় সপ্তাহ দুয়েক পর সোমবার সন্ধ্যায় সন্তানদের নিয়ে বাপের বাড়ি থেকে সুমিরদিয়ায় স্বামীর বাড়ি আসেন

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় নয়ন তারা (৩৮) নামে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ সময় মাকে রক্ষা করতে এলে মেয়ে জান্নাতুল ফেরদৌস টুনিকেও রড দিয়ে পিটিয়ে জখম করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন তারা পার্শ্ববর্তী মেহেরপুর জেলার সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আনছার আলীর মেয়ে।

বিজ্ঞাপন

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী আনোয়ার হোসেনের সাথে দীর্ঘদিন যাবত সমস্যা চলে আসছিল নয়ন তারার । পরকীয়ার অভিযোগ তুলে প্রায়ই নয়ন তারাকে মারধর করতো আনোয়ার। সংসারের খরচ ঠিকমত না দেয়ায় প্রায় সময় সন্তানদের নিয়ে বাপের বাড়ি মেহেরপুর জেলার পিরোজপুরে থাকতেন নয়ন তারা। প্রায় সপ্তাহ দুয়েক পর সোমবার সন্ধ্যায় সন্তানদের নিয়ে বাপের বাড়ি থেকে সুমিরদিয়ায় স্বামীর বাড়ি আসেন। 

বিজ্ঞাপন

আহত মেয়ে টুনি খাতুন বলেন, আমার বাবা আমাদের দেখাশোনা করত না। প্রায় ৯/১০ মাস সংসারের কোনো খরচও দেয় না। এ নিয়ে প্রায় বাবা-মায়ের মধ্যে গণ্ডগোল হতো। বাধ্য হয়ে আমরা নানি বাড়ি চলে যাই। প্রায় ১০/১২ দিন নানি বাড়ি থাকার পর সোমবার সন্ধ্যায় বাড়িতে আসি। রাতের খাবার খেয়ে আমি ও আমার মা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আমার বাবা বাড়িতে এসেই মা'র উপর চড়াও হয়। এরপর তর্কবিতর্কের এক পর্যায়ে বাবা লোহার রড দিয়ে মায়ের মাথায় আঘাত করে মা। বাবাকে ঠেকাতে গেলে আমার মাথায়ও আঘাত করে। আমি মেজেতে পড়ে যায়। ঘটনাস্থলেই আমার মা মারা যায়। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান বলেন, ঘটনার পরই অভিযুক্ত স্বামী আনোয়ার হোসেন গা ঢাকা দিয়েছে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের মা মাছুরা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আনোয়ারকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD