ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩


ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে তারা নিহত হন। নিহতদের ৩জনই কাতার প্রবাসী বাংলাদেশি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।


নিহত ৩জন হলেন চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ।


তার কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।


আরও পড়ুন: রাঙামাটি জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত


এর আগে   শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১০টায় সৌদি আরব থেকে ওমরাহ করে কাতার ফেরার পথে সৌদি আরব বর্ডার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন কবির হোসেন নামের আরও এক বাংলাদেশি। এ সময় তার সঙ্গে থাকা মুছা মিয়া নামের আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন: দুর্গাপূজায় গুজব রটনাকারীদের বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকতে বললেন আইজিপি


নিহতের মরদেহ সৌদি আরব আল হাসান হোপ কিং ফাহাদ হসপিটালের মর্গে আছে বলে জানান স্বজনরা।


নিহত কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের মেঘালয় গ্রামের কালা মিয়ার ছেলে। আহত মুছা মিয়া ওই গ্রামের আসক আলীর ছেলে।


জেবি/এসবি