কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে কাজে মনোনিবেশ করবেন: বিভাগীয় কমিশনার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩


কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে কাজে মনোনিবেশ করবেন: বিভাগীয় কমিশনার
বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 


প্রধান অতিথি হিসেবে রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক স্থানীয় সরকার ফরিদ আহম্মদ , ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ মোট ৮০ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।


বিভাগীয় কমিশনার বলেন, কম্পিউটার প্রশিক্ষণের সনদ গ্রহণ করে আপনারা বসে না থেকে কাজে মনোনিবেশ করবেন। আগেকার মেয়েরা মেট্রিক পাশ দিয়ে পাশ করত ভালো বিয়ের জন্য আর এখন লেখাপড়া করে মেয়েরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য। 


এই ট্রেনিং নিয়ে তারা স্মার্ট-বাংলাদেশ গড়ার বিনির্মামানে কাজ করতে পারবে। আমি জেলা পরিষদকে ধন্যবাদ জানাই সেলাই প্রশিক্ষণ না দিয়ে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।


আরএক্স/