বিরাট-আনুশকার সংসারে আবার নতুন অতিথি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩
গেল ২০১৭ সালের ১১ ডিসেম্বর ভালোবেসে ঘর বাঁধেন বলিউডের জনপ্রিয় তারকা আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে বিরাট-আনুশকার প্রথম কন্যা সন্তান ভামিকা।
সন্তান জন্মের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও, এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেনি তারা। এবার শোনা গেল, আবারও নতুন অতিথি আসছেন বিরাট-আনুশকার সংসারে। তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন এই তারকা দম্পতি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে , গেল কয়েক মাস ধরেই নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন আনুশকা। এমনকি স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। সে সময়ে পাপারাজ্জিদের ছবি না ছাপার অনুরোধ করেন বিরাট। পাশাপাশি এটাও জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা।
আরও পড়ুন: সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারি, আহত ৬
সূত্র থেকে আরও জানা যায়, বিরাত-আনুশকা আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে মা হওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন এই তারকা দম্পতি।
আরও পড়ুন: সোহাগ ওয়াজিউল্লাহ’র গীতিকবিতায় নতুন গান ‘পাখিটি পোষা ছিল রে’
সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গেছে আনুশকাকে। ক্যামেরার থেকে বেবি বাম্প আড়ালে রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অবলম্বন করেন তিনি। সূত্র : আনন্দবাজার
জেবি/এসবি