পশ্চিমবঙ্গে বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে ৩ শিশু নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩
শনিবার (৩০ সেপ্টেম্বর ) থেকে অন্তত সোমবার (২ অক্টোবর ) অবধি কলকাতাসহ দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন সকাল থেকেই নানা প্রান্তে বৃষ্টি চলছে। তার মধ্যেই ঘটে গেল অঘটন।
অঝোরে বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে মারা গেল ৩ টি শিশু। ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহের বোড়ামারার ঘটনাটি ঘটেছে। শনিবার ( ৩০ সেপ্টেম্বর ) সকালে ৩ টি শিশু বাড়ির সামনে খেলা করছিল।
আচমকাই মাটির দেওয়াল ধসে পড়ে। চাপা পড়ে যায় ৩ জনেই। দ্রুত ৩ শিশুকে উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ৩ শিশুই মারা যায়।
মৃত ৩ শিশুর নাম রোহন সর্দার (৫), নিশা সর্দার (৪) ও অংকুশ সর্দার (৩)। মৃতদেহ ময়নাতদন্তের প্রেরন করা হয়েছে। একই পরিবারের ৩ সন্তানের এভাবে মৃত্যুতে শোকাহত সবাই।
আরএক্স/