ত্রিশালে বিনামূল্যে পিপিআর টিকা বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩


ত্রিশালে বিনামূল্যে পিপিআর টিকা বিতরণ
পিপিআর রোগের টিকা বিতরণ। ছবি: জনবাণী

ময়মনসিংহের ত্রিশালে পশুর পিপিআর রোগ নির্মূলের জন্য  বিনামূল্যে পিপিআর রোগের টিকা বিতরণ করা হয়েছে।


শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে সাখুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পশুর পিপিআর রোগ নির্মূলের জন্য বিনামূল্যে পিপিআর রোগের টিকা বিতরন ক্যাম্পেইনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জুয়েল আহমেদ। 


উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারী কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী লীমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নোমান আব্দুল আজিজসহ স্লংশিষ্ট কর্মকর্তাবৃন্দ।


আলোচনা শেষে সহস্রাধিক ছাগল ও বেড়াকে পিপিআর রোগের  টিকা প্রদান করা হয়। এ কার্যক্রম প্রতিটি ইউনিয়নে নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান প্রাণিসম্পদ ও ভেটেনারী কর্মকর্তা।


আরএক্স/