হেলালের মনোনয়নের দাবীতে সরিষাবাড়ীতে মহা সমাবেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মান,শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, বিএনপি, জামায়াতের সকল ষড়যন্ত্র ও অপরাজনীতি প্রতিহত করার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সু নিশ্চিত করার লক্ষ্যে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের মনোনয়নের দাবীতে মুক্তিযোদ্ধা জনতা,পেশাজীবি ও তারুণ্যের মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সরিষাবড়ী পৌর এলাকার গণময়দান শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সরিষাবাড়ী সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহা সমাবেশে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা, নারীরাসহ প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেয়।
সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক, সরিষাবাড়ী আসনের নৌকার দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেনের সঞ্চালনায় কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল, ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুল কবির তরফদার রিপন , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,হেলালের সহধর্মিণী মাহমুদা বিন কাকন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সরিষাবাড়ী আরডিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা করিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএক্স/