সরিষাবাড়ীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩


সরিষাবাড়ীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
আসামি স্বপ্না সরকার

জামালপুরের সরিষাবাড়ীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি স্বপ্না সরকার (৪২) কে  গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। তিনি সরিষাবাড়ী পৌর এলাকার  শিমলা বাজারের মৃত সুরেশ চন্দ্র ঘোষের মেয়ে। 


রবিবার (১অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার এআরএ জুট মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

 

থানা সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারী জিআর সাজা নং : ৫৪/২৩ মামলায় ৩৪১/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬ ধারায় স্বপ্না সরকারকে ২ বছরের সশ্রম কারাদন্ড, ১০,০০০(দশ হাজার)  অর্থদন্ড, অনাদায়ে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিঃ মাসুদ পারভেজ।  


সেই মামলার রায় প্রদানের পর থেকেই স্বপ্না পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এএসআই শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে পুলিশ সদস্য রিক্তা আক্তারের সহযোগীতায় পৌর এলাকার এআরএ জুট মিলের সামনে থেকে পুলিশের একটি টিম সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপ্না সরকারকে গ্রেফতার করে।


সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, গ্রেফতারের পরই  রবিবার সকালেই ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি স্বপ্না সরকারকে  আদালতে প্রেরণ করা হয়েছে।  


আরএক্স/