বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ১২ শিল্প প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১২ শিল্প প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ উপলক্ষে আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে, অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিল্পোদ্যোক্তাদের হাতে স্বর্ণখচিত ক্রেস্ট, টাকা ও সম্মাননা পত্র তুলে দিবেন।
এবার শিল্প মন্ত্রণালয় নির্বাচিত ১২টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ২টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ১টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ১টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ২টি। এই বছর হস্ত ও কারু শিল্প ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠান মনোনিত হয়নি।
আরও পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী
যে ১২ টি শিল্প প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে-
রানার অটোমোবাইলস লিমিটেড, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড, বিএসআরএম স্টিলস্ লিমিটেড, নিতা কোম্পানি লিমিটেড, নোমান টেরি টাওয়াল মিলস্ লিমিটেড, হযরত আমানত শাহ স্পিনিং মিলস্ লিমিটেড, বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেড, টেকনো মিডিয়া লিমিটেড, গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সামসুন্নাহার টেক্সটাইল মিলস্, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সুপার স্টার ইলেক্ট্রিক্যাল এক্সেসরিজ লিমিটেড।
আরও পড়ুন: জরিমানার মাধ্যমে কারো ব্যবসা ক্ষতিগ্রস্থ করা আমাদের উদ্দেশ্য না: বিএফএসএ চেয়ারম্যান
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা স্বাগত বক্তব্য প্রদান করবেন।
জেবি/এসবি