অক্টোবরে যে কদিন থাকবে ছুটি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৭ পিএম, ২রা অক্টোবর ২০২৩

অক্টোবর মাস সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ২৪ অক্টোবর (মঙ্গলবার) সাধারণ ছুটি থাকবে। এর বাইরেও এ মাসে কিছু ঐচ্ছিক ছুটি রয়েছে।
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
২৭ অক্টোবর (শুক্রবার) ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ছুটি কাটানো যাবে।
আরও পড়ুন: অপরাধী যেই হোক কাউকে ছাড় নয়: ডিএমপি নবনিযুক্ত কমিশনার
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
* ১৪ অক্টোবর (শনিবার), মহালয়া। এদিন ছুটি কাটানো যাবে।
* ২২ ও ২৩ অক্টোবর (রবি ও সোমবার) দুর্গাপূজার অষ্টমী ও নবমী উপলক্ষ্যে দুদিন ছুটি কাটানো যাবে।
* ২৮ অক্টোবর (শনিবার) লক্ষ্মী পূজা উপলক্ষে ছুটি নেয়া যাবে।
আরও পড়ুন: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার আর নেই
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
২৮ অক্টোবর (শনিবার) প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে ছুটি নেওয়া যাবে।
উল্লেখ্য, গত ২০২২ সালের ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মশিউর রহমান তালুকদার সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।
জেবি/এসবি