পাঞ্জাবে নিখোঁজ ৩ বোনের মৃতদেহ উদ্ধার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩


পাঞ্জাবে নিখোঁজ ৩ বোনের মৃতদেহ উদ্ধার
ফাইল ছবি

নৃশংস হত‍্যাকাণ্ড ভারতের পাঞ্জাবে। জামা কাপড় রাখার ট্রাংক থেকে উদ্ধার ৩ বোনের মৃতদেহ।


রবিবার (১ অক্টোবর ) তাঁদের খুঁজে না পেয়ে থানায় জানান বাবা-মা। সোমবার (২ অক্টোবর) বাড়ির মধ‍্যইে ট্রাংক থেকে মৃতদেহ ৩ টি উদ্ধার করেছে পুলিশ। 


ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধর জেলার কানপুর গ্রামে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, দম্পতি পেশায় পরিযায়ী শ্রমিক। তাঁদের মোট ৫ সন্তান। তাঁদের মধ‍্যে কাঞ্চন, শক্তি ও অমৃতাকে রবিবার (১ অক্টোবর ) বাড়ি ফিরে দেখতে পাননি দম্পতি। 


অনেক খোঁজাখুঁজি করার পর থানায় জানানো হয়। সম্প্রতি মৃত নাবালিকাদের বাবার মদ‍্যপান ঘিরে আপত্তি জানান বাড়িওয়ালা। দ্রুত বাড়ি ছাড়তে বলেন। 


সোমবার (২ অক্টোবর) সকালে অন্য একটি ভাড়াবাড়িতে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল। সেই সময়েই ট্রাংকটি অপেক্ষাকৃত ভারী লাগে ব‍্যক্তির। 


ট্রাংক খুলেই ৩ কন‍্যা সন্তানের মৃতদেহ দেখতে পান তিনি। মৃতদেহ ৩টি ময়নাতদন্তের জন‍্য পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


আরএক্স/