হ্যাকারের দখলে সংগীতশিল্পী ফাহমিদা নবীর ফেসবুক পেজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩
দেশ বরণ্য জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর দুইটি ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান এ কথা জানান। একইসঙ্গে বিপদে ফেলা হ্যাককারীর তথ্য জানলে তাকে জানানোর সাহায্যের আবেদনও করেছেন তিনি।
ফাহমিদা নবী জানান, নিজের ফেসবুকে পেজ থেকে সংগীতশিল্পীকে ইতিমধ্যে ব্লকও করে দেয়া হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে এই পেইজ দুটো থেকে ফাহমিদা নবী হয়ে যে কমেন্ট বা উত্তর দেবেন তিনিই সম্ভত তার ফেসবুক হ্যাককারী।
আরও পড়ুন: দুইটি আসনে মনোনয়ন চাইবেন নায়িকা মাহি
সংগীত শিল্পী ফাহমিদা নবীর সেই ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
আরও পড়ুন: ওজন বৃদ্ধির কারণে কটাক্ষের শিকার বিপাশা, দিলেন কড়া জবাব
আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেইজ কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেইজ হ্যাক হয়েছে। এই মুহূর্তে এই পেইজ দুটো থেকে আমি হয়ে যদি কেও কোন কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।
জেবি/এসবি