অক্টোবরেই রেল সেবায় যুক্ত হচ্ছে নতুন পাঁচ জেলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪২ পিএম, ৪ঠা অক্টোবর ২০২৩


অক্টোবরেই রেল সেবায় যুক্ত হচ্ছে নতুন পাঁচ জেলা
ফাইল ছবি

চলতি বছরের অক্টোবর মাসেই রেল সেবা যুক্ত হচ্ছে কক্সবাজারসহ আরো পাঁচ জেলায়। বর্তমানে দেশের ৪৩ জেলা রেল সেবায় যুক্ত রয়েছে।


তথ্যানুসারে, চলতি অক্টোবর মাসেই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, খুলনা-মোংলা রেলপথ প্রকল্প ও দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। প্রকল্পগুলো উদ্বোধন হলে মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর, কক্সবাজার এবং বাগেরহাট জেলার বাসিন্দারা সরাসরি নিজ জেলা থেকে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।


আরও পড়ুন: এজেন্টের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত করা সম্ভব: সিইসি আউয়াল


এই ৫ জেলা রেল সেবায় যুক্ত হওয়ার পর বাকি থাকবে শেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি জেলা। আর বরিশালের ছয়টি জেলায়ও রেল সংযোগ নেই। আগামী ২০৪৫ সালের মধ্যে এই ১৬টি জেলাকেও রেল সেবায় যুক্ত করতে চায় সরকার।


আরও পড়ুন: ঢাকার পথে প্রধানমন্ত্রী


এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, “মোংলা-খুলনা রেলপথটি শুধু সারাদেশের সঙ্গে নয়, আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে। অন্যদিকে ২০২৪ সালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পুরোটা উদ্বোধন হলে যুক্ত হবে নড়াইল। আর মধুখালী-মাগুরা রেলপথ উদ্বোধন হলে যুক্ত হবে মাগুরা জেলা। তারপর পর্যায়ক্রমে বাকি জেলাগুলো রেল সেবার আওতায় নিয়ে আসা হবে।”


জেবি/এসবি