বন্যায় বিপর্যস্ত সিকিম: নিখোঁজ শতাধিক, মৃত ১০


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩


বন্যায় বিপর্যস্ত সিকিম: নিখোঁজ শতাধিক, মৃত ১০
ছবি: সংগৃহীত

বিধ্বস্ত সিকিম, জনজীবন বিপর্যস্ত। চরম আতঙ্ক ছড়াচ্ছে পাশ্ববর্তী এলাকাগুলিতে ও। সময়ের সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। 


এখনও পর্যন্ত ২৩ জন সেনা জওয়ানসহ ১২০ জন নিখোঁজ। মেঘ ভাঙা বৃষ্টি থমকে দিয়েছে ভারতের সিকিম প্রদেশের জীবনযাত্রা। আচমকা বৃদ্ধি পেয়েছে তিস্তার জল। 


বুধবার (৪ অক্টোবর ) সিতামে সেনার ছাউনিতে জল প্রবেশ করে। নিখোঁজ জওয়ানেরা। চুংথাম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মূল ভূখণ্ড থেকে। বহু এলাকা প্লাবিত। সেখানে আটকে পড়েছেন প্রায় ২ হাজার পর্যটক। 


ভেঙে গিয়েছে ১৪ টি সেতু। সিকিম সরকার দুর্যোগ ব‍্যবস্থাপনা আইনের অধীনে এই বিপর্যয়কে দুর্যোগ ঘোষণা করেছে। সিকিমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি সিকিম সরকারকে সকল প্রচার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।



আরএক্স/