‘স্বীকার করছি, অর্থের জন্য যৌনতাকে পুঁজি করেছি’


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩


‘স্বীকার করছি, অর্থের জন্য যৌনতাকে পুঁজি করেছি’
উর্ফি জাবেদ

ভারতের আলোচিত সমালোচিত টেলিভিশন অভিনেত্রী উর্ফি জাবেদ। খোলামেলা পোশাক পরে সব সময় আলোচনায় থাকেন তিনি। কখনও কখনও উদ্ভট কর্মকাণ্ড করে, কখনও বা উদ্ভট পোশাক পরে সমালোচনার জন্ম দেন। এবার তিনি সোজা সাপটা স্বীকার করলেন, “অর্থের জন্য যৌনতাকে পুঁজি করেছেন তিনি।”


সম্প্রতি ইন্ডিয়া টুডে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। মুম্বাইতে আয়োজিত এ অনুষ্ঠানে উরফি জাভেদ বলেন, “আমি কখনও পুরুষকে দোষারোপ করি না। বলি না, তাদের দৃষ্টি খারাপ। তারপরও সবসময় আমাকেই দোষ দেওয়া হয়। স্বীকার করছি, আমি যৌনতাকে পুঁজি করেছি। কিন্তু এটা নতুন কিছু না। সিনেমা এবং পরিচালকরা এ কাজটি যুগের পর যুগ ধরে করছেন।”


আরও পড়ুন: রণবীর কাপুরকে তলব করল ইডি


ব্যাখ্যা করে উরফি জাভেদ বলেন, “বিষয়টি হলো, সিনেমায় যৌনতাকে ব্যবহার করে পরিচালক-প্রযোজকরা টাকা আয় করছেন। আমি আমার যৌনতাকে ব্যবহার করে অর্থ আয় করতে চেয়েছি।”


আরও পড়ুন: কাকে মারতে চাইলেন পরীমনি


‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টেলিভিশন ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছে এ অভিনেত্রী। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।


জেবি/এসবি