বাস্তবেও অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে: পূজা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩


বাস্তবেও অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে: পূজা
ফাইল ছবি

সম্প্রতি ‘লিপস্টিক’ নামের একটি নতুন ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী পূজা চেরি। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। 


রাজধানীর অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি...এমনই এক গল্পে এগিয়ে যেতে থাকে ‘লিপস্টিক’ সিনেমার দৃশ্যপট। যেখানে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। 


ছবিটির গল্প প্রসঙ্গে পূজা বলেন, “বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এ ছবিতে বুচিও এমন।”


আরও পড়ুন: ‘স্বীকার করছি, অর্থের জন্য যৌনতাকে পুঁজি করেছি’


পূজার কথায়, “সত্যি বলছি, লিপস্টিক দারুণ একটি সিনেমা হবে। আমরা যারা সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই তৃপ্ত এতে কাজ করতে পেরে।”


নায়িকা জানালেন, ‘সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে। শুধু বুচির নায়িকা হওয়ার কয়েকটি দৃশ্যের শুটিং বাকি। এটি শেষ হলেই এই সিনেমার কাজ শেষ।


জেবি/এসবি