মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩
ভারতের মুম্বাইয়ের একটি বহুতলে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৭ জনের। গুরুতর আহত আরও ৪০ জন। মৃতদের মধ্যে রয়েছে ২ শিশু ও।
আপাতত একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক বলে মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়।
কিভাবে আগুন লাগল বহুতলে, তা এখন ও জানা যায়নি। সূত্রে প্রকাশ, শুক্রবার (৬ অক্টোবর ) রাত প্রায় ৩ টায় আগুন লাগে গোরেগাঁওয়ের ৬ তলা বাড়িটিতে।
সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় প্রায় ৪ ঘন্টা সময় লাগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।
৮ টি ইঞ্জিন ব্যবহার করে আগুন নেভানো হয়। তারপরে বাড়ির ভিতরে আটকে পড়া সকলকে উদ্ধার করে আনেন দমকল কর্মীরা।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, গোরেগাঁওয়ের বহুতল থেকে মৃত অবস্থায় ৬ জনের মৃতদেহ মেলে। পরে মৃত্যু হয় ১ আহত ব্যক্তির। মৃতদের মধ্যে ২ শিশু ছিল।
এছাড়াও আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আরও ৩ মহিলার। আহতদের মধ্যে ও রয়েছে ১ শিশু।
আরএক্স/