ভারতের সিকিমে বন‍্যার তান্ডবে নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩


ভারতের সিকিমে বন‍্যার তান্ডবে নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে
ছবি: সংগৃহীত

প্রবল মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বন‍্যায় ভারতের সিকিমে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ আরও ১৫০ জন মানুষ। 


সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, বন‍্যার পানিতে সিকিমে যোগাযোগ ব‍্যবস্থা সম্পূর্ণভাবে ব‍্যাহত হয়ে পড়েছে। পানির প্রবল স্রোতে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। কয়েক হাজার  মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 


৭ জন সেনাবাহিনীর সদস্যসহ ৫৩ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২ হাজার ৫ শত জন মানুষকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১৫০ জনের সন্ধানে উদ্ধার অভিযান জোরকদমে চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিকিমের বিভিন্ন স্থানে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। তাদেরকে হেলিকপ্টারের সাহায্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী। 


সিকিমের মুখ‍্যমন্ত্রী প্রেম সিং তামাং নিখোঁজদের উদ্ধার, ত্রাণ এবং সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন মুখ‍্যমন্ত্রী।


আরএক্স/