Logo

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৩, ০২:০৬
34Shares
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান
ছবি: সংগৃহীত

ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে

বিজ্ঞাপন

৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। তাৎক্ষনিক কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

দেশটির স্থানীয় সময় শনিবার (৭ অক্টোবর) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

বিজ্ঞাপন

এএফপি ও রয়টার্সের জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। প্রথম ভূমিকম্পের পর আরও চারটি বড় ধরনের আফটারশক হয়েছে। যথাক্রমে সেগুলোর মাত্রা ছিল ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম ভূমিকম্পটি যখন আঘাত হানে তখনই মানুষজন ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে বেরিয়ে আসে। মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছু কিছু ভবনে ফাঁটল ধরেছে, কিছু অংশ ধসে পড়েছে। তবে, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, শত শত মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD