ম্যাচ সেরা হলেন মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩
আপন ক্যারিশমায় প্লেয়ার অব দ্য ম্যাচ তকমাটা নিজের করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বলের ঘূর্ণিতে তিনি যেমন আগানিস্তানের উল্টেপাল্টে দিয়েছেন, তেমন ব্যাট হাতেও তিনি দলকে পৌঁছে দিয়েছেন জয়ের খুব কাছে।
আগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর উইকেট দিয়ে নিজের খাতা খোলেন মিরাজ। এরপর তার শিকার হয়েছেন রশিদ খান ও মুজিব উর রহমান। ৩ উইকেট নিয়ে আগানিস্তানের ১৫৬ রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন মিরাজ।
আরও পড়ুন: বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
এরপর দুই ওপেনারের ব্যর্থতার পর বাংলাদেশের হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন মেহেদী মিরাজ। তিনে নেমে নাজমুল হোসেন শান্তর সাথে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন।
৭৩ বলে ৫৭ রানের কার্যকরি ইনিংস খেলেছেন মিরাজ। আর বল ও ব্যাটের এই নৈপুণ্যই চলতি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে মিরাজকে করেছে ম্যাচ সেরা।
জেবি/এসবি