ঈশ্বরগঞ্জে টানা বর্ষণ: ভেসে গেছে ১ হাজার ৪৫ হেক্টর ফিসারির মাছ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩


ঈশ্বরগঞ্জে টানা বর্ষণ: ভেসে গেছে ১ হাজার ৪৫ হেক্টর ফিসারির মাছ
জমি তলিয়ে পানির নিচে

ময়মনসংহের ঈশ্বরগঞ্জে টানা বর্ষণে উপজেলার ৫৮৫ হেক্টর কৃষি জমি তলিয়ে গেছে পানির নিচে। পানিতে ভেসে গেছে এক হাজার ৪৫ হেক্টর ফিসারি ও পুকুরের মাছ।


উপজেলার কৃষি কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।


ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জামান বলেন, ১৯ হাজার ৩১৫ হেক্টর রোপা আমন লাগানো হয়েছে। এর মধ্যে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে ৫৮৫ হেক্টর জমির আমন ধান ও ২০ হেক্টর সবজিসহ অন্যান্য ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে।


উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা সানোয়ার রাসেল বলেন, এক হাজার ৪৫ হেক্টর ফিসারি ও পুকুরের মাছ ভেসে গেছে বৃষ্টির পানিতে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি টাকা। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রান্তিক লেভেলের মৎচাষীসহ সাধারণ কৃষক।


ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবন্দী এলাকার কাঁচা-পাকা সড়কসহ অসংখ্য বসতবাড়ি। পানিবন্দী হয়ে গৃহবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ।


আরএক্স/