ওষুধের শিশির মধ‍্যে দুর্গা প্রতিমা অংকন করে নজির গড়লেন তুহিন


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩


ওষুধের শিশির মধ‍্যে দুর্গা প্রতিমা অংকন করে নজির গড়লেন তুহিন
শিশির ভিতরে তুলির টানে দুর্গা প্রতিমা

হোমিওপ্যাথি ওষুধের ছোট কাঁচের শিশির ভিতরে তুলির টানে দুর্গা প্রতিমা অংকন করে নজির গড়লেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার তুহিন মন্ডল। 


একজন শিল্পীর জীবনে হাজার ঝড় বৃষ্টি বয়ে গেলেও ইচ্ছা শক্তি একদিন পৌঁছে দেয় সাফল‍্যরে দৌড় গোড়ায়। সংসারে অভাব অনটন পিছু না ছাড়লেও সবকিছু উপেক্ষা করেও ক্ষুদ্র কাঁচের শিশির ভেতরে দুর্গা প্রতিমা এঁকে অবাক করলেন নদিয়ার চাপড়ার বড় আন্দুলিয়া এলাকার শিল্পী। 


তুহিন সাংবাদিকদের জানান, এই পেশার সঙ্গে তিনি ২২ বছর ধরে যুক্ত, সংসার চালানোর ক্ষেত্রে অনেক ঝড় ঝাপটা তাঁর মাথার উপর দিয়ে গিয়েছে, কিন্তু তিনি পিছু পা হননি। 


বাবা আব্দুল মুজিব মন্ডল একজন অংকন শিল্পী ছিলেন, তাঁর ইচ্ছে ছিল সন্তান বড় হয়ে তাঁর মতই একজন শিল্পী হবে। তবে বাস্তব জীবনে ছেলে যে এত বড় সাফল্য পাবে তা কখনও ভাবতে পারেননি তিনি।


আরএক্স/