ফের ঢাকার সিনেমায় গাইবেন অরিজিৎ সিং


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩


ফের ঢাকার সিনেমায় গাইবেন অরিজিৎ সিং
অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং আবারও ঢাকার সিনেমা গান গাইলেন। এবার তিনি  গানটি থাকবে ‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ সিনেমায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মো. জাকারিয়া মাসুদ।


এ প্রসঙ্গে নির্মাতা বলেন, “সিনেমার একটি গান রয়েছে, যে গানটি ভারতের শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চাইছিলাম। কিন্তু তার সঙ্গে কথা না বলে সেটা নিশ্চিতও করতে পারছিলাম না। সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শিগগিরই ভারতে গিয়ে তার সঙ্গে চুক্তিস্বাক্ষর করব।”


আরও পড়ুন: শাহরুখ খানকে হত্যার হুমকি


‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ সিনেমাটি প্রযোজনা করছে জেএম ফিল্মস। নভেম্বর থেকে শুটিং শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। তবে তার আগে, সারতে চায় ছবির গানের রেকর্ডিংয়ের কাজ।


আরও পড়ুন: শ্রাবন্তীর ভিডিও ভাইরাল


এর আগে ‘ঢাকা অ্যাটাক’র  সিনেমার‘টুপ টাপ’ গানটি দারুণ প্রশংসিত হয় শ্রোতামহলে। এ গানে অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘টুপ টাপ’ গানটি কণ্ঠ দেন ভারতের সোমলতা। এটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় আর সংগীতে ছিলেন অরিন্দম।


জেবি/এসবি