আবারও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩
আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। যদিও এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে ২৯ কি.মি. দূরে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হয়েছে।
আরও পড়ুন: নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মৃত্যুর খবর সঠিক নয়
গেল শনিবার ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। পরপর ৩টি কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান ৪ হাজারেরও বেশি মানুষ।
জেবি/এসবি