ময়মনসিংহে বাস চাপায় নিহত বেড়ে ৬


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩


ময়মনসিংহে বাস চাপায় নিহত বেড়ে ৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত বেরে ৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন।


বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের  উপজেলার চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়, চেলেরঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস মেরামতের সময় অন্য একটি বাস ওভার টেকিংয়ের সময় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩জন যাত্রী ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেলে কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের আরও ১০ জন যাত্রী আহত হয়।


আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় নিহত ৪


নিহত ব্যক্তিরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মারুয়াখালী গ্রামের আলতাফ হোসেন (৬০), জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল বাজারের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (২৮), সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকার সাইফুল ইসলামের ছেলে লিটন মিয়া (৩২), সোহেল মিয়া ও অজ্ঞাত এক নারী।


ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।


জেবি/এসবি