ভারতের সরকারি হাসপাতালে ৮ দিনে ১০৮ মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩


ভারতের সরকারি হাসপাতালে ৮ দিনে ১০৮ মৃত্যু
ছবি: সংগৃহীত

কিছুদিন আগে ভারতের মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ৪৮ ঘন্টায় ৩১ জন রোগীর মৃত্যু হয়েছিল, সেখানে ফের ভয়াবহ কান্ড। এবার ৮ দিনে মৃত্যু হয়েছে ১০৮ জন রোগীর। 


সূত্রের প্রকাশ, এর মধ‍্যে ১১ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘন্টার মধ‍্যে। আগের ঘটনায় ওষুধের অপ্রতুলতার কথা জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এবার সেই দাবি উড়িয়ে দিয়েছেন ডিন। মহারাষ্ট্রের নান্দের জেলায় শংকররাও চভন সরকারি হাসপাতালে যথেষ্ট পরিমাণ ওষুধের যোগান রয়েছে। তাঁর দাবি, ৮ দিনে ১০৮ জনের মৃত্যু স্বাভাবিক ঘটনা। 


ডিন বলেন, “গত ২৪ ঘন্টায় ১ হাজার ১শত জনের ও বেশি রোগীকে ডাক্তাররা পরীক্ষা করেছেন। ১৯১ জন নতুন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গড় মৃত্যুর সংখ্যা ২৪ ঘন্টায় ১৩ জন ছিল  আগে, এখন তা কমে হয়েছে ১১ জনে। জন্মগত সমস‍্যার কারণেই সদ‍্যোজাতদের মৃত্যু হয়েছে।” 


এরপরই হাসপাতালে ওষুধের যোগান নিয়ে ডিনের বক্তব‍্য, " হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে এবং কর্মীরা সমস্ত রোগীদের সাহায্য করছেন। ৩ মাসের ওষুধ স্টক করা হয়েছে বলেও দাবি করেছেন। 


ডিন আরও বলেন, "ওষুধের অভাবে কেউ মারা যায়নি, শারীরিক সমস‍্যাই মৃত্যুর কারণ।" এদিকে কংগ্রেস নেতা প্রাক্তন মুখ‍্যমন্ত্রী অশোক চবন অভিযোগ করেন, নান্দের জেলা হাসপাতালে ৬০ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের দেখ ভালের জন‍্য নার্সের সংখ্যা মোটে ৩ জন।


আরএক্স/