ছাত্রীর যৌন হেনস্তা, কাঠগড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩


ছাত্রীর যৌন হেনস্তা, কাঠগড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক
প্রতীকী ছবি

ছাত্রীর যৌন হেনস্তা। কাঠগড়ায় ভারতের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ‍্যা বিভাগের প্রধান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ছাত্রী। কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


এ অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি উদ্ভিদ বিদ‍্যা বিভাগের বিভাগীয় প্রধান। ছাত্রীর অভিযোগ, বিভাগীয় প্রধান জ্ঞানবিকাশ ভান্ডারি তাঁকে প্রায় ৩ বছর ধরে উত‍্যক্ত করেন। একাধিকবার তিনি যৌন হেনস্তার শিকার হয়েছেন বলেই অভিযোগ। 


নিগৃহীতার দাবি, বারবার বাধা দেওয়া সত্ত্বেও লাভ হয়নি কিছুই। বিষয়টি জানাজানি হলে ফল ভালো হবেনা, অধ‍্যাপক এমন হুমকি দেন বলেও অভিযোগ  ছাত্রীর। পড়াশুনার ক্ষতির ভয়ে প্রথমে নীরব ছিলেন শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী। 


তবে দিন দিন হেনস্তার মাত্রা বাড়তে থাকে। শেষপর্যন্ত মঙ্গলবার (১০ অক্টোবর ) বিকেলে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। লিখিতভাবে অভিযোগ নেওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে। ঘটনার তদন্ত শুরু করেছে। 


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। এরপর আমরা নিয়ম মেনে ঘটনার তদন্ত শুরু করেছি। কেউ দোষী হলে ছাড়া পাবে না।


আরএক্স/