ভারতের বিহারে বক্সারে রেল দুর্ঘটনা, নিহত ৫


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩


ভারতের বিহারে বক্সারে রেল দুর্ঘটনা, নিহত ৫
ছবি: সংগৃহীত

ফের ভারতের বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার (১১ অক্টোবর ) রাতে বিহারের বক্সারের কাছে লাইনচ‍্যুত হয় ১২৫০৬ ডাউন নর্থইস্ট এক্সপ্রেসের ৬ টি কামরা। 


শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনার এখন ও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। ট্রেনটি দিল্লির আনন্দ বিহার থেকে গুয়াহাটির কামাখ‍্যার অভিমুখে যাচ্ছিল। মাঝপথে ঘটে বিপত্তি। 


বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে বুধবার (১১ অক্টোবর ) রাত ৯ টা ৩৫ মিনিটে ট্রেনের ৬ টি বগি লাইনচ‍্যুত হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রাজ‍্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের সংখ্যা বাড়ার আশংকায় হাসপাতালগুলিকে সতর্ক করেছে জেলা প্রশাসন। 


বিহারের উপ মুখ‍্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি দুর্যোগ ব‍্যবস্থাপনা বিভাগ,স্বাস্থ‍্য বিভাগ এবং বক্সার ও ভোজপুর জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। 


তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজন‍ ব‍্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার ওপর নজর রাখছে হিমন্ত বিশ্বশর্মার দপ্তর ও। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


আরএক্স/