ভারত ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩
নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় পানি শূন্যতায় মাসল পুল করে সাকিব আল হাসানের। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ব্যাটিং করেন টাইগার অধিনায়ক। কিন্তু বেশী সময় ক্রিজে থাকতে পারেননি। চিকিৎসা নেওয়ার অল্প সময়ের মধ্যে সাজঘরে ফিরে আসেন। সাজঘরে ফেরার আগে অবশ্য ৪০ রান করেন তিনি। পরে অবশ্য ব্যাথা নিয়েই ফিল্ডিং করেন। বোলিংয়ে উইকেটও নেন। কিন্তু পুরোপুরি স্বস্তিবোধ করেননি মাঠে। তাই ম্যাচ শেষে এপোলো হাসপাতালে স্ক্যানিং করান। রিপোর্ট ভালো। ফলে ১৯ অক্টোবর পুনেতে ভারত ম্যাচে খেলবেন টাইগার অধিনায়ক।
গতকাল শুক্রবার নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চেন্নাই মিশন শেষ করেছে টাইগাররা। এখন অপেক্ষা পুনেতে ভারত ম্যাচের।
চিদাম্বরণ স্টেডিয়ামে ব্ল্যাক ক্যাপসদের কাছে ৮ উইকেটে হারের পর মিডিয়া জোনে কথা বলেন সাকিব, মুশফিকদের ব্যাটিং কোচ নিক পোথাস।
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত কোচ পোথাস আগের তিন ম্যাচকে কফিনবন্দী করে ভারত ম্যাচের কথা বলেন, ‘পরবর্তী ম্যাচের আগে আমরা বেশ কয়েকদিন বিশ্রাম পাব। এই বিশ্বকাপের সবচেয়ে বিপদজনক বিষয়গুলো হচ্ছে, খুব স্বল্প ব্যবধানে ম্যাচ খেলতে নামা। ক্রিকেটারদের বিশ্রামটা জরুরি। আপনি যদি মনে করেন, বেশী বেশী অনুশীলন আপনাকে সহায়তা করবে, সেটা ভুল। আমরা চাইছি খেলোয়াড়দের মানসিক ও শারীরিক বিশ্রাম দিতে। আমরা এখন প্রস্তুত হচ্ছি ভারত ম্যাচের জন্য।’
আরও পড়ুন:টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ উড়ন্ত সূচনা করে বিশ্বকাপে। কিন্তু এরপরই খেঁই হারিয়ে ফেলে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি। তিন ম্যাচেই সাকিব বাহিনী ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে খেলেছে। যার নেতিবাচক প্রভাব পরেছে নিউজিল্যান্ড ম্যাচে।
প্রতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার বিষয়ে টাইগারদের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিউজিল্যান্ড ম্যাচ শেষে বলেন, ‘ম্যাচ মিটিংয়ে আমরা জানতে পারি আমাদের ব্যাটিং অর্ডার। সাধারণত ব্যাটিং অর্ডার চূড়ান্ত করেন অধিনায়ক ও কোচ।’ ব্যাটিং কোচ পোথাস প্রতি ম্যাচে দলের ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে বলেন, ‘এটা আধুনিক ক্রিকেট। ব্যাটাররা জানেন, তাদের যে কোনো সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের ব্যাটারদের আগেই জানিয়ে দেওয়া হয় তাদের ব্যাটিং অর্ডার। আমার মনে হচ্ছে ব্যাটিং অর্ডার নিয়ে বেশী আলোচনা হচ্ছে।’
আফগানিস্তান ও ইংল্যান্ড ম্যাচের মতোই নিউজিল্যান্ড ম্যাচে টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। ওপেনিংয়ে কোন বড় স্কোর নাই। লিটন ফিরেছেন ম্যাচের প্রথম বলে। লিটনকে প্রথম বলেই চার্জ করতে দেখে বিস্মিত হয়েছেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট, ‘প্রথম বলেই লিটনকে চার্জ করতে দেখে আমি এক্সাইটেড হয়েছি।’
টাইগার ব্যাটিং কোচ বলেন, ‘সে (লিটন) এটাকে ইতিবাচকই মনে করছেন। যদি বলটি পাঁচ গজ দূর দিয়ে রেখে যেত, তাহলে চার হতো। আমরা এ বিষয়ে কোনো আলোচনা করিনি। আমরা চাই আমাদের ব্যাটাররা সাহসী হউক। লিটনের অবশ্যই একটা পরিকল্পনা ছিল। ট্রেন্ট বোল্ট একজন কোয়ালিটি বাঁ হাতি সিম বোলার। লিটনের বিষয়ে আমার কোনো সমস্যা নেই।’
ব্ল্যাকক্যাপসদের বিরুদ্ধে ১২.১ ওভারে ৫৬ রানে ৪ উইকেটে হারায় টাইগাররা। সেখান থেকে পঞ্চম উইকেটে ১৭.৪ ওভারে ৯৬ রান যোগ করে বিপর্যয় রোধ করেন সাকিব-মুশফিক জুটি। নিউজিল্যান্ড ম্যাচসহ গত ১১ ম্যচে ৯ বার ১০০ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। কেন এমনটা হচ্ছে? পোথাস বলেন, ‘আমরা এর কারণ খুঁজছি। ব্যাটাররা কঠোর পরিশ্রম করছে সমস্যার সমাধান করতে।’