২০০১ সালে জনগণ ভোট দিলেও ক্ষমতায় যেতে পারিনি: প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৬ পিএম, ১৪ই অক্টোবর ২০২৩


২০০১ সালে জনগণ ভোট দিলেও ক্ষমতায় যেতে পারিনি: প্রধানমন্ত্রী
জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: ফোকাস বাংলা

“২০০১ সালের নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলেও ক্ষমতায় যেতে পারিনি। সে নির্বাচনে খালেদা জিয়া গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় গিয়েছিল।” এমনটাই বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীর কাওলায় আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।


আরও পড়ুন: আ.লীগের জনসভায় প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী বলেন, “২০০১ সালে আমাকেও  গ্যাস বিক্রির মুচলেকার একই প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন আমি বলেছিলাম- আমি শেখ মুজিবের মেয়ে। ক্ষমতার লোভ করি না, জনগণের স্বপ্ন বেচি না।”


আরও পড়ুন: দলে দলে কাওলা জনসভাস্থলে আসছেন নেতাকর্মীরা


এর আগে এদিন দুপুর থেকেই জনসভায় নেতাকর্মীদের ঢল নামে কাওলা মাঠে। সমাবেশ মঞ্চে পৌঁছলে নেতাকর্মীরা শেখ হাসিনাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। এসময় আওয়ামী লীগ সভাপতিও নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।


জেবি/এসবি