পাকিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩


পাকিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত
ছবি: সংগৃহীত

ব্যাটিং ধসের পর বল হাতেও সুবিধা করতে পারেনি পাকিস্তানের বোলাররা। ফলে ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে ভারতকে খুব একটা বেগ পেতে হয়নি। বাবর আজমের দলকে রোহিত শর্মারা হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।


আরও পড়ুন: শান্তর থ্রোতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন


জয়ের ম্যাচে ব্যাট হাতে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কাপ্তান রোহিত। ৬৩ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। ডেঙ্গু থেকে সেরে ফেরা শুভমান গিল ১১ বলে ১৬ রান করে ফিরলেও তার কোনো প্রভাব পড়েনি ভারতের ব্যাটিংয়ে। রোহিত একাই হাত খুলে খেলতে থাকেন। কিছুক্ষণ তাকে সঙ্গ দিয়েছেন তিনে ব্যাট করতে আসা বিরাট কোহলি। 



১৮ বলে ১৬ রান করে হাসান আলির শিকার হয়ে ফেরেন কোহলি। তবে হাল ধরেছিলেন রোহিত। ভারতীয় অধিনায়কের বিদায়ের পর হাল ধরেন শ্রেয়াস আইয়ার। লোকেশ রাহুলকে সাথে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ব্যাটার।